ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলালের ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৬ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, নিউটেক্স গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আকরাম খান দুলাল এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহজাহান বি.এ।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন-"একজন বীরমুক্তিযোদ্ধা হিসেবে তিনি ছিলেন দেশ ও দশের অকৃত্তিম বন্ধু। সন্দ্বীপে রাজনৈতিক দুঃসময়ে তিনি ছিলেন নেতা কর্মীদের আস্থার জায়গা। এছাড়াও, আমার বাবা দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমানের সাথে ছিলো তাঁর হৃদ্যতার সম্পর্ক। তিনি আমাকে সন্তানের মতই জানতেন। তাঁর ভালোবাসার স্মৃতিগুলো আমি এখনো মিস করি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই কামনা করছি।

উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি এ বলেন- ‘মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখ বীরযোদ্ধাকে আমরা হারিয়েছি। শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে নয়, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সব সময় বটবৃক্ষ ছিলেন। যেকোনো সংকটে তিনি নেতা কর্মীদের সহযোগিতা করেছেন। কখনো নেতৃত্বের মোহে কাজ করে নাম চাননি, মানুষের জন্য অকাতরে দিয়ে গেছেন। এছাড়াও তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সফল সংগঠক ছিলেন। সমাজের অসহায় মানুষের জন্য কাজ করেছেন নিভৃতে। মানবিক কাজে সন্দ্বীপের মানুষের জন্য তিনি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবেন। সন্দ্বীপে ক্রিড়াঙ্গনে খেলোয়াড় সৃষ্টির জন্য নিজ অর্থায়নে টুর্নামেন্ট চালু করেছিলেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

মুক্তিযোদ্বা কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলাল এর মতো এমন মানুষ আমরা আর দ্বিতীয়টি পাবো কি না জানি না। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় এগিয়ে আসতেন। তাঁর মতো উদার মানুষ আমি খুব কম দেখেছি। তাঁর শূণ্যস্থান পূরণ হবার নয়।

বক্তারা বলেন, তিনি শুধুমাএ একজন শিল্পপতি ছিলেন না। তিনি একাধারে রাজনীতিবিদ, দানবীর, সমাজসেবক, মানবদরদী ছিলেন। তাঁর কর্মের আলোক ছটায় তিনি বহুদিন বেঁচে থাকবেন সমাজে, রাষ্ট্রে। তাঁর অভাব অপূরণীয়।

উল্লেখ্য, সন্দ্বীপের এই কৃতিসন্তান ১৯৫৫ সালের ১ জানুয়ারি মগধরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। গত বছরের ৬ সেপ্টেম্বর থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি